নেত্রকোণার আটপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবনের ভীম ধসে শ্রমিকের মৃত্যু
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়া উপজেলার সরমুশ্বিয়া ইউনিয়নের রুপচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণধীন ভবনের ভীম ভেংঙ্গে শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রুপচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণধীন ভবনের কাজ করতে আসা শ্রমিকরা ভিমের নিচের সেন্টারিং খুলতে গিয়ে ভিম ধ্বসে নির্মাণ শ্রমিক তৌহিদ মিয়া (১৮) নিহত হয়, অপর শ্রমিক ইমরান মিয়া (২০) গুরুতর আহত হয়। নিহত তৌহিদ মিয়া মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া ইউনিয়নের বিরামপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র ও আহত ইমরান মিয়া একই গ্রামের আলম মিয়ার পুত্র। এরকম দূর্ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রশাসন বলছে দূর্ঘটনার খবর শুনে প্রাথমিক তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খবর পেয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
লিটুস লরেন্স চিরান ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন, এসময় জনগণ উত্তেজিত হয়ে পড়লে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জানায় প্রশাসন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমেদ বলেন, নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ ও সঠিক তদারকির অভাবেই এমন দূর্ঘটনাটিঘঠেছে। স্কুলের শিক্ষার্থীদের এমন দূর্ঘটনার কবলে পড়ার আগেই ভবনটি পুনঃনির্মাণ করা হলে হয়তো বেঁচে যেতে পারে অসংখ্য কোমলমতি শিশুর প্রাণ।
সরমুশ্বিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম জয়নাল আবেদীন বলেন, ঠিকাদার ও এলজিইডির যোগসাজসে নিম্নমানের কাজ হয়েছে, অভিযোগ দেওয়ার পরও কোন ব্যাবস্থা নেয়া হয়নি, নতুনভাবে ভবন নির্মাণ করে স্কুলের কোমলমতি শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জোর দাবি জানায় তিনি।
এলজিইডি সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার সরমুশ্বিয়া ইউনিয়নের রুপচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে এলজিইডির অর্থয়ানে। ৭৪ লক্ষ টাকা চুক্তি মূল্যে কাজটি বাস্তবায়ন করছে নিউ আশা বিল্ডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। তিনি আরও বলেন তিন দিন পূর্বে ঢালাইকৃত ভিমটি কাঁচা থাকায় ঠিকাদারী প্রতিষ্টানের শ্রমিকরা আমাদেরকে অবহিত না করেই শুক্রবার সকালে ভবনের ভিমের নিচের সেন্টারিং খুলতে গিয়ে ভিম ধ্বসে নির্মাণ শ্রমিক
নিহতের ঘটনাটি ঘটে।
নিউ আাশা বিল্ডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তানভীর আহমেদ বলেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। আমরা বেধে দেয়া নিয়মের ভিতরের কাজ করছি, ভবনটির কাজ এখনও চলমান রয়েছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, লিটুস লরেন্স চিরান বলেন, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করি ও বিক্ষুব্ধ জনগণ উত্তেজিত হয়ে পড়লে ঘটনাস্থলেই তাদেরকে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করি।
এব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ তাওহিদুর রহমান বলেন, লাসের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পোস্টমর্টামের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে, এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয় নি, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।