স্পোর্টস ডেস্ক
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের সুপার স্টার মেসি যাচ্ছেন আমেরিকান ফুটবল ক্লাব মিয়ামিতে। বুধবার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ১ টার দিকে তার প্যারিসের বাসায় স্প্যানিশ দুটি সংবাদ মাধ্যম এর সাথে আলাপ কালে এই ঘোষনার কথা জানায় লিওনেল মেসি নিজেই। খবর : গোল ডটকম
মেসির এই ঘোষনার মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী চলা সব আলোচনার।