চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জারিমানা
মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪জনকে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা জারিমানা করেছেন মোবাইল কোর্ট। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন,নামোরাজারামপুরের আব্দুল লতিফের ছেলে মাইনুল, দেবীনগরের লালমুন্সির টোলার আব্দুল মান্নানের ছেলে মো. তাজেল, চরমোহনুপরের সাইফুল ইসলামের ছেলে মো. জলিল ও শিবগঞ্জের বগলাউড়ি গ্রামের মো. সাদেক।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন জানান, নামোটিকরামপুর এলাকায় মহানন্দা নদীর ধার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৩টি ট্রাক্টর ও বালু তোলা ভেপু জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রাক্টর ও ভেপু ছেড়ে দেয়া হলেও এই ৪জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জারিমানা করা হয়। ভবিষ্যতে বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।