দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার প্রচারণায় পথসভা ও উঠান বৈঠক
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
অদ্য ২৮/১২/২৩ ইং বৃহস্পতিবার বেলা ২ঘটিকা হইতে পর্যায়ক্রমে, দ্বাদশ জাতীয় সংসদীয় আসন ২০১
নরসিংদী-৩ শিবপুর আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সমর্থনে সাধারচর ইউনিয়নের, দক্ষিণ সাধারচর বাজার , বন্যার বাজার, সাবেক সচিব নুরুজ্জামান ভূইয়ার উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে পথসভা ও উঠান বৈঠক করেন । বিভিন্ন এলাকা থেকে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার সমর্থনে একাধিক মিছিল আসিয়া পথসভা ও উঠান বৈঠকে যোগদান করে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার পক্ষে জনসভার রূপান্তরিত করেন। সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, আব্দুল হাই মাস্টার, ডাক্তার তপন, সাধারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল হক ও স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ,কর্মী সমর্থক ও ভক্তবৃন্দেরা মিছিলে মিছিলে জনসমুদ্রের পরিনত করেন। এলাকাবাসী ও সাধারণ মানুষ মনে করেন সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি নির্বাচিত হলে শিবপুরে ব্যাপক উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারার অসমাপ্ত কাজ সমাপ্ত করিবেন। উক্ত পথসভায় মিছিল নিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার জনসাধারণ অংশ নেন।