নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ২ জন।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে আজ রাত্র ১৯.০৩ ঘটিকায় নরসিংদী রায়পুরা থানাধীন পলাশতলী এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ মামুন (৩৫) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।নরসিংদী শিবপুর মডেল থানা কর্তৃক ২৭ ডিসেম্বর ২০২৩ রাত্র ২.২০ ঘটিকায় নরসিংদী শিবপুর মডেল থানাধীন সৈয়দগাঁও এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল হাসান(২০)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।এছাড়া ও নরসিংদী জেলার অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৮টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।