আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী
আজ বুধবার (২৭ শে ডিসেম্বর ২০২৩)তারিখে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা এবং নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার,নরসিংদীর ড. বদিউল আলম।এসভায় নরসিংদী জেলার ৬টি পৌরসভার মেয়রগণ ও ৭১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভায় জন প্রতিনিধিবৃন্দকে আচরণ বিধিমালার লিফলেট বিতরণ, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে জরুরি নির্দেশ প্রদান করা হয়েছে।