শেরপুরে এই প্রথম বার ১৫ শতাংশ নতুন ভোটাররা ভোট দিতে যাচ্ছে।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
নির্বাচন ঘিরে অন্যান্য জেলার মতো জমজমাট প্রচার চলছে শেরপুরে। জেলায় তিন আসনেই ভোটের উৎসবে এবার বড় নিয়ামক হিসেবে কাজ করবে নতুন ও তরুণ ভোটাররা। জেলার মোট ভোটারের ১৫ শতাংশই এবার প্রথমবারের মতো যাবেন ভোটকেন্দ্রে। নির্বাচন ঘিরে তাদের মধ্যে তাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সীমান্তবর্তী জেলা শেরপুরে মোট ভোটার ১২ লাখ ২২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে শেরপুর-১ আসনে ৪ লাখ ২৭ হাজার ভোটারের মধ্যে নতুন ভোটার প্রায় সাড়ে ৬৫ হাজার। অন্যদিকে, শেরপুর-২ ও ৩ আসনে ৭ লাখ ৯৫ হাজার ভোটারের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি নতুন ভোটার।
আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ। রাজনৈতিক নানা হিসাব নিকাশের বিপরীতে নতুন ও তরুণ ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন, তাদের আগ্রহ তুঙ্গে।
ভোটারদের দাবি, জেলার অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি রেললাইন, সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।
নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ জানান, তরুণ ভোটারদের আগ্রহের জায়গাও এসব দাবিকে কেন্দ্র করে।
আসন্ন নির্বাচনে শেরপুর-১ আসনে সাত জন, শেরপুর-২ আসনে তিন জন ও শেরপুর-৩ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।