নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থী
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা – ৫ (পূর্বধলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিটের আদেশে প্রার্থিতা ফিরে পায়। এর আগে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেন। এতে স্বতন্ত্র প্রার্থী দুই জনই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।
এ আসনে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, তৃণমূল বিএনপির আবদুল ওয়াহহাব হামিদী।
স্বতন্ত্র দুই প্রার্থীকেই ১% ভোটের ত্রুটির কারণ দেখিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ মনোনয়ন পত্র বাতিল করেছিলেন।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল ফকির আর বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক ও কর্ণেল আবু তাহের এঁর সহোদর ভাই এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী দুই জনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পূ্র্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খবিরুল আহসান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম সোহেল ফকির মনোনয়ন ফিরে পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম সোহেলের জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকায় ভোটারের সংখ্যা কম ছিল উল্লেখ করে যাচাই বাছাইয়ে মাজহারুল ইসলাম সোহেলের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন জেলা রিটানিং কর্মকর্তা। এরপর নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও মাজহারুল ইসলাম সোহেল ফকিরের মনোনয়ন পত্র বাতিল হয়। পরবর্তীতে প্রার্থীতা ফিরে পেতে সুপ্রিম কোর্টে রিট করেন তিনি।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক মার্কা এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেন ঈগল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
প্রার্থীতা ফিরে পাওয়া মাজহারুল ইসলাম সোহেল জানান, “আমাকে নানান ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত করা হয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট আমার প্রার্থীতা ফিরিয়ে দিয়েছেন। আমি ন্যায়বিচার পেয়েছি। গত শুক্রবার বিকেলের দিকে নেত্রকোণা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ মহোদয়ের কাছ থেকে ট্রাক মার্কা পেয়েছি। মার্কা পাওয়ার পরপরই আমি মাঠে কাজ শুরু করেছি,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী ইনশাআল্লাহ।”