মেহেরপুরে নৌকার পক্ষে জাতীয় পার্টির একাংশের সমর্থন সভা
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা জাতীয় পার্টির রওশন এরশাদের নেতা কর্মীরা আগামী ৭ ই জানুয়ারি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী সমর্থন সভার আয়োজন করেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসইস্টার্নে এ নির্বাচনী সমর্থন সভার আয়োজন কর হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মোসলেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমর্থন সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনে নৌকার সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেম।
এছাড়াও এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুল রাজ্জাক,জেলা জাতীয় পার্টির নেতা মোঃ সোহরাব হোসেন ও মোঃ ওহাব আলী।