রোড চাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অভি খায়রুল ইসলাম ঃ স্টাফ রিপোর্টার সাভার
২৪/১২/২৩ রোজ রবিবার চট্টগ্রাম শীতবস্ত্র বিতরণ
“রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন” ‘এর উদ্যোগে চট্টগ্রামের পথশিশু ও ছিন্নমূল ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেবা ফাউন্ডেশনটি।
সোমবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে শীতার্তদের মাঝে ২০০ কম্বল ও ১০০ শিশুদের গরম কাপড় প্রদান করা হয়। ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি রকিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের উপ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল আলম নয়ন, সহ-সভাপতি
পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশন এর সিনিয়ার সহ সভাপতি ও মানুষের জন্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কেফায়েত হোসেন সোহাগ, বলেন দেশের স্বার্থে মানবতার কল্যাণে সর্বদা সবার পাশেই থাকবো এবং অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করবো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শীতের কাপড় কম্বল এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো আসুন আমরা সবাই মিলেমিশে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াই সাধারণ সম্পাদক আইনাল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আল-আমিন রায়হান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
“রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন”দেশের ১৬টি জেলায় ১৬টি শাখার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ৩ বছর ধরে।
সংঘঠনের মূল লক্ষ বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে
মানবতা জাগ্রত করা।
দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে প্রজন্ম মানবিক যোদ্ধা হয়ে সবাই মিলেমিশে কাজ করার অঙ্গিকার বদ্ধ হোন সকল সদস্য।
সংঘঠনের মানবিক কার্যক্রম বৃহত্তর পরিসরে আরো প্রসারিত করার লক্ষে সকল সদস্য সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।