নাটোরে কুরিয়ারে ঔষধের আড়ালে গাঁজাসহ গ্রেফতার -১।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো
নাটোর শহরের কানাইখালী এলাকার জননী কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারি নেওয়ার সময় ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় শাখার একটি চৌকষ দল। ২৪ ডিসেম্বর রবিবার বেলা ৩টার দিকে কুরিয়ার সার্ভিসে ঔষধে মিথ্যা তথ্য এর আড়ালে বিশেষ কৌশলে ৫ কেজি গাঁজা ও ব্যাবহিত ১ টি মোবাইল সেটসহ মাদক চোরাকারবারি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক পাবনা জেলা সদরের দোগাছি ইউনিয়নের দিয়াররাজাপুর গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে সুমন প্রামাণিক।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ পরিচালক জিললুর রহমান গণমাধ্যমকে জানান, তারা গোপন সুত্রে জানতে পারেন কুড়িগ্রাম থেকে কুরিয়ারে ৫ কেজি গাঁজা পাঠানো হয়েছে যা নাটোর শাখা থেকে ডেলিভারি নেয়া হবে। সেই তথ্য মোতাবেক গোয়েন্দা শাখার একটি দল সকাল থেকে নাটোর শহরের কানাইখালীর জননী কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা ৩টার দিকে গাঁজার প্যাকেটটি ডেলিভারী নেওয়ার সময় হাতে নাতে সুমনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃত সুমন গণমাধ্যমকে জানান, তাকে বলা হযেছিল তোমার নামে কুরিয়ারে একটি প্যাকেট আসবে। প্যাকেটটি তুমি ডেলিভারী নিবে এজন্য তোমাকে ২ হাজার টাকা দেওয়া হবে। তবে কে তাকে পাঠিয়েছে তা জানাতে পারেননি তিনি।
উপ-পরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় নাটোর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। উপযুক্ত তথ্য পাওয়া গেলে এমন অভিযান অব্যাহত থাকবে।