শেরপুরে ইবনেসিনা হাসপাতালের যাত্রা শুরু
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর শহরের সজবরখিলায় (খোয়ারপাড় শাপলচত্বর মোড়ের অদুরে) ইবনেসিনা জেনারেল হাসপাতাল (প্রা:) হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়েছে। গত শুক্রবার রাতে এ হাসপাতালের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু।
হাসপাতালের পরিচালক আলহাজ্ব মো: এমদাদুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান জুয়েল, প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার এইচ এম আরিফ হাসান টুটুল, পরিচালক সাহাদৎ হোসেন, লেবুসহ অন্যান্য কর্মকর্তা, পরিচালক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয় এ হাসপাতালটিতে সহনীয় মূল্যে স্বাস্থসেবা প্রদান করা হবে। সকলের সহযোগিতা কামনা করা হয়।