ম্যান ফর ম্যান ফোর্স এর আলোচনা সভা ও মিলন মেলা।
স্টাফ রিপোর্টার, অভি খায়রুল ইসলাম সাভার
ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে ২২ ডিসেম্বর রোজ শুক্রবার সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া মডেল স্কুল এন্ড কলেজে সংঘঠনের এ্যাক্টিভ সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও মিলন মেলা ২০২৩ এর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের আলোচিত সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স ০৯-১২-২০১২ সালে প্রতিষ্ঠা হয়েছে।
পরবর্তিতে ২৪ এপ্রিল এশিয়া মহাদেশের অন্যতম ট্রাজেডি সাভার রানা প্লাজা ধ্বসে অংশ গ্রহনের মধ্য দিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম শুরু করে সংঘঠনটি।
ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম রানা প্লাজায় সর্বপ্রথম উদ্ধার অভিযান শুরু করে ১৭ দিন উদ্ধার কাজ করেছেন। এর পর থেকে বাংলাদেশের বিভিন্ন দূর্যোগ পরবর্তি উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেছেন। তিনি বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা পর্যায়ে হাজারো সেচ্ছাসেবী তৈরি করেছেন। সকল সেচ্ছাসেবী মানবদরদী ভাই বোনদের সাথে নিয়ে সমগ্র দেশ জুড়ে দূর্যোগ পূর্ববর্তি সচেতনতা ও দূর্যোগ পরবর্তি উদ্ধার অভিযান, আগুন নিয়ন্ত্রন, নৌপথে দুর্ঘটনায় লাশ উদ্ধার, রহিঙ্গাদের বিপদ মুহুর্তে উদ্ধার অভিযান, ত্রান সামগ্রী বিতরন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, দরীদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, মূমুর্ষ রোগীর জরুরী প্রয়োজনে রক্তদান ও রক্তদান সংগ্রহ, অসহায় দরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্থ মানুষের মাঝে সেচ্ছায় সেবা প্রদান করছেন।
দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে বিভিন্ন সেবামূলক কাজ করছেন ম্যান ফর ম্যান ফোর্স।
করোনা ভাইরাস মহামারি দূর্যোগময় ক্রান্তিলগ্নে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমতি পেয়ে সাভার উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে করোনা পজেটিভ আক্রান্তে মৃত ব্যাক্তিদের গোসল, কাফন, জানাযা, সৎকার কাজ করেছে ম্যান ফর ম্যান ফোর্স। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম সংগঠনের সদস্য সহযোদ্ধা ভাই বোনদের সাথে নিয়ে সাভারে ১১৪ জন মৃত ব্যাক্তির লাশ সৎকার কাজ করেছেন এবং সারা দেশে সংঘঠনের পক্ষ থেকে প্রায় ২৫০ জন মৃত ব্যাক্তির লাশ সৎকার কাজে অংশ গ্রহন করেছেন।
সংঘঠনটি উদ্ধার অভিযানে অংশ গ্রহন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সর্বদা নিয়োজিত থেকে প্রায় এক যুগ ধরে সারা দেশ ব্যাপি মানুষের সেবা করছে।
সংঘঠনের বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে পরিচালক ও এ্যাক্টিভ সদস্যদের নিয়ে মানবিক আলোচনা ও ক্ষুদ্র পরিসরে আলোচনা সভা ও মিলন মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত মহতি অনুষ্ঠানে সংঘঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা মিসেস রাবেয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবী মানবদরদী রক্তযোদ্ধা ও রক্তদাতা প্রায় ৬০ জন সদস্যদের উপস্থিতে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে দুপুরের লাঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিয্যবাহী ভর্তা ভাত খেয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
কুরআন তেলাওয়াত, পরিচয় পত্র, বক্তব্য, সকল সদস্যকে সার্টিফিকেট প্রদান ও বাংলাদেশের বৃহত্তম জাতীয় পতাকা প্রদর্শন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
মোঃ রাজিবুল ইসলাম মহতি অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অনেকেই অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারেন নি, তাদেরকে মানবিক কাজে সক্রিয় থাকার আহব্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, খুব শিগ্রই সারাদেশ ব্যাপি বৃহত্তর পরিসরে মিলন মেলার আয়োজন করা হবে এবং সেই অনুষ্ঠানে সবাই একত্র হওয়ার জন্য অনুরোধ করেছেন।
সংঘঠনের মূল লক্ষ বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে মানবতা জাগ্রত করা।
দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে প্রজন্ম মানবিক যোদ্ধা হয়ে সবাই মিলেমিশে কাজ করার অঙ্গিকার বদ্ধ হোন সকল সদস্য।
সংঘঠনের মানবিক কার্যক্রম বৃহত্তর পরিসরে আরো প্রসারিত করার লক্ষে সকল সদস্য সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।