রাজধানী উত্তরায় আবাসিক এলাকায় বর্জ্য ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ১৩ নম্বর রোডের পাশে বর্জ্য ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর ১০ নম্বর সেক্টরবাসী মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করে এর কুফল সম্পর্কে জানান এবং সিটিকর্পোরেশন থেকে এর অপসারণ করতে জোড় বাদি জানায়।
দীর্ঘদিন যাবৎ দুর্ঘন্ধে অতিস্ট এমনকি স্কুল কলেজের ছাত্র,ছাত্রী পথচারী এ দুর্ঘন্ধে অসুস্থ করে পড়ছে এমনকি অসাস্থকর পরিবেশ তৈরি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত সেক্টরবাসী বাদী করেন বার বার সিটিকর্পোরেশনে জানানো হলেও কোন পদক্ষেপ আসছেনা। তাই মানববন্ধনে উপস্থিত সচেতন নাগরিকরা এটাই প্রত্যাশা করছে অতিদ্রুত সময়ের মধ্যে এই বর্জ্য ডাম্পিং স্টেশন অনত্র সড়ানো হোক।