কালের সাক্ষী হয়ে গেল কামারখন্দের গাড়াবাড়ি হাটে অনুষ্ঠিত হওয়া লাঠিবারি খেলা
বিশেষ প্রতিনিধি: মোঃ সোহেল রানা
কালের সাক্ষী হয়ে থাকবে গতকালের অনুষ্ঠিত হয়ে যাওয়া কামারখন্দের গাড়াবাড়ি হাটে অনুষ্ঠিত হওয়া লাঠিবারি খেলা।
গতকাল সকাল থেকে রাত ৯টা পর্যন্ত একটানা চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ লাঠিবারি খেলা।
আধুনিকতার ছোয়ায় ও কালের বিবর্তনে এধরনের খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে।
এলাকাবাসী বলছেন,নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাঙালী জাতির ঐতিহ্য সম্পর্কে জানাতে এধরনের খেলার আয়োজন করা গুরুত্বপূর্ণ।
যানাযায়,গাড়াবাড়ির গ্রামের লোকেরা মাঝেমধ্যে লাঠিবারি খেলার আয়োজন করতে চাইলেও খেলোয়াড়দের অভাবে আয়োজন করতে পারেনা,বরং পাশের গ্রাম থেকে খেলোয়াড় ভাড়া করে আনতে হয়।
গতকালের লাঠিবারি খেলায় অংশ নেয় গাড়াবাড়ি,ধুনচি,মুগবেলাই সহ পার্শ্ববর্তী গ্রামেরর খেলোয়াড়সহ বিভিন্ন দর্শকবৃন্দ।
গাড়াবাড়ির প্রবীন খেলোয়াড় মো.আশরাফ মন্ডলের নেতৃত্ব এ খেলা চলে সারা দিন ও রাত ব্যাপী।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতা করেন গ্রামবাসী সহ বিভিন্ন খেলাপ্রেমি ভক্তবৃন্দ।
খেলা শেষে দর্শকরা বলেন,এ খেলা ব্যাপক আনন্দময়,প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করলে হয়তোবা নতুনপ্রজন্মের ছেলেমেয়েরা মাদকাসক্ত না হয়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করতে পারবে।