নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার ০১ জন।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি অটোরিক্সা উদ্ধারসহ মোট ০১ জনকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি অটোরিক্সা সহ মোট-০১ জন গ্রেফতার এছাড়া রায়পুরা থানা কর্তৃক একটি অভিযানে পরোয়ানা মূলে জিআর -০৩ জনকে গ্রেফতার করা হয়।নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক দুপুর ১২.৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি অটোরিক্সা সহ আব্দুর রাজ্জাক মিয়া (৪৫) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৮ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।