নওগাঁয় র্যাবের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
অদ্য ২০ ডিসেম্বর বুধবার নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন বনগ্রাম এলাকায় র্যাবের অভিযানে ১০৬০ লিটার চোলাই মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন বনগ্রাম এলাকা হতে ১০৬০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ১। শান্ত পাহান (৩৫), পিতা-শিবচরণ পাহান, ২। পঞ্চ পাহান (২৮), সাং-বনগ্রাম, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁদ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শান্ত পাহান ও পঞ্চ পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করতঃ নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন বনগ্রাম এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।