নেত্রকোণায় দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারের নির্বাচনী জনসভা ও মিছিল
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা – দুর্গাপুর) আসনে প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দূর্গাপুর পৌরশহরে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারের কর্মী সমর্থকরা এই নির্বাচনী জনসভা ও মিছিলের আয়োজন করে।
প্রথমে তার পিতা সবেক এমপি মরহুম জালাল উদ্দীন তালুকদারের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন।
পরে কয়েক হাজার নারী পুরুষ নিয়ে পৌরশহরের নিজ বাসভবন থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাম্মাম অটো রাইস মিল প্রাংঙনে নির্বাচনী জনসভায় মিলিত হন।
এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদারকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে (কলমাকান্দা -দুর্গাপুর) উপজেলার খেটে খাওয়া মেহনতী মানুষের সেবা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।