নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
মনোহরদী প্রতিনিধি
নরসিংদীতে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০২৩খ্রিঃ(সোমবার) নরসিংদী জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।১৮ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার শুরুতেই যার আহবানে সারা দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ রণাঙ্গনের সকল শহীদ এবং বীরাঙ্গনা মা-বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।উক্ত আলোচনায় বীর পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যগন স্বাধীনতার যুদ্ধে রাজারবাগে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ এর বীরত্ব গাথা অধ্যায়ের স্মৃতিচারণা করেন এবং মহান মুক্তিযুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদানকে ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। যে সকল পুলিশ সদস্যগণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত।নরসিংদী জেলা পুলিশের,এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।উক্ত সংবর্ধনা এবং আলোচনা সভায় উপস্থিত ছেলেন নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার শেষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুল এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।