নেত্রকোণায় মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত।
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর , বাঙ্গালী জাতির মহা আনন্দের , মহা প্রাপ্তির দিন মহান বিজয় দিবস । দিবসটি উদযাপন উপলক্ষে মদন উপজেলা প্রশাসন নানা বর্নিল আয়োজন সম্বলিত কর্মসুচী প্রনয়ন ও বাস্তবায়ন করেন । সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে সুর্যোদয় থেকে শুরু করে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় ।
গতরাত থেকে ভবনে আলোকসজ্জা , প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসুচীর শুরু হয় । উপজেলা চত্তরে নির্মিত স্মৃতি সৌধে বীর শহীদদের শ্রদ্বা জানান উপজেলা প্রশাসন , পুলিশ প্রশাসন , উপজেলা পরিষদ ,আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন , শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্যরা ।তাছাড়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, কুচকাওয়াজ, শরীর চর্চা , যেমন খুশী তেমন সাঁজ সহ জাহাঙ্গীরপুর খেলার মাঠে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় । উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধনা, মুক্তিযোদ্বাদের সাথে মত বিনিময়, আপ্যায়ন সহ স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয় । দিবসের কর্মসুচীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ , বিজয়ীদের পুরস্কার বিতরন ,আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজ সচেতনামূলক পোষ্টার উম্মোচন করা হয়।
এসময় মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ , আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী , উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম , সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা হেলাল উদ্দিন তালুকদার , পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ , বীর মুক্তিযোদ্বা গন সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ,আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা , আশপাশের কয়েকটি স্কুলের ছাত্র শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে মুল্যবান বক্তব্য রাখেন । অন্যান্য বক্তারা জাতির জনক সহ মুক্তিযুদ্বের শহীদদের স্মরন করেন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য দ্বাদশ নির্বাচনে ঐক্যবদ্ব ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।