বগুড়ায় শাজাহানপুরে জুনায়েদ আহমেদ হত্যা মামলার আসামী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি ঃ গত ২১ অক্টোবর বগুড়া জেলা শাজাহানপুর থানার সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটে ইলেক্ট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র ভিকটিম জুনায়েদ আহমেদ (১৭), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া পুজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার সময় বনানী পাকা রাস্তার উপর আসামী মোঃ সোহাগ মিয়া (২৬) সহ অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটরসাইকেল এর সাথে অটো লেগে যায় এবং কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির একপর্যায়ে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে এলাপাথারি মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায় এবং ভিকটিম রাত্রী ৯.টায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার মামলা নং-২৬, তারিখ-২২/১০/২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬/৩৪ পেনাল কোড। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রæত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ ডিসেম্বর, সাড়ে ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহাগ মিয়া (২৬), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং-চক ফরিদ, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।