মহান বিজয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
মহান বিজয় দিবস-১৬ ই ডিসেম্বর -২০২৩ উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৬ ডিসেম্বর ২০২৩, সকাল ০৬ঃ৪১ ঘটিকায় মহান বিজয় দিবসের ঊষালগ্নে জেলা পুলিশ,নরসিংদী’র পক্ষ থেকে বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি, নরসিংদীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুনাক সভানেত্রী জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী এবং পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ।বিজয় দিবস বাঙালি জাতির মুক্তির মহান আলেখ্য।পরম গৌরবের ১৬ ডিসেম্বর তাই আজ একটি তারিখ নয়, একটি অধ্যায়।বঙ্গবন্ধুর ৭ই মার্চের আহবানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ এর মহামুক্তির মাধ্যমে আমরা পৃথিবীর বুকে এঁকেছি স্বপ্নের মানচিত্র।ও সকলের প্রতি রইলো মহান বিজয় দিবসের শুভেচ্ছা।