নরসিংদী মনোহরদীতে উর্মীকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত রোকন উদ্দীনের একমাত্র মেয়ে উর্মী(১২)।সে দীর্ঘ ১ মাস যাবৎ কিডনী সমস্যা জনিত কারণে হাসপাতালে অসহায়ের মত পড়ে আছে।তার অবস্থা খুবই সংকটাপন্ন।তার পরিবার জানান,ডাক্তার বলেছে তার একটি কিডনী ড্যামেজ হয়ে গেছে এবং তাকে আরো ১৫ দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে।এই ১৫ দিনের জন্য ডাক্তার তাকে বিভিন্ন ঔষধ ও ইনজেকশন লিখে দিয়েছে।প্রতিটি ইনজেকশনের দাম ২০০০ টাকা,তা-ও আবার দিতে হবে দিনে ৩ টি করে।এভাবে ১৫ দিন চালিয়ে যাওয়ার পর তার পরবর্তী অবস্থা বুঝা যাবে।এমতাবস্থায় তার ১৫ দিনের চিকিৎসা খরচ বাবদ প্রায় ১ লক্ষ টাকা প্রয়োজন।যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।এমতাবস্থায় ঊর্মির পরিবার সকলের নিকট আকুল আবেদন জানান যে,ফুটফুটে মেয়েটির দিকে তাকিয়ে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে চিকিৎসার সুযোগ করে দেন।সাহায্যের জন্যে বিকাশ পারসোনালঃ- 01736213814(ঊর্মীর বড় ভাই)।