1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর ধামইরহাটে  শিশু ধর্ষণের অভিযোগে  এক যুবক গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ গোয়ালন্দে মুফতি আমির হামজার বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা। দৈনিক নয়া কণ্ঠ মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান। দৈনিক নয়া কণ্ঠ রায়পুরে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১দফার লিফলেট বিতরণ ও  মতবিনিময়  সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ  ভারতীয় মিডিয়ায় নেত্রকোনার সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন: মা. আব্দুর রহিম। দৈনিক নয়া কণ্ঠ রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি। দৈনিক নয়া কণ্ঠ নগরকান্দায় সরকারি পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ সদরপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর। দৈনিক নয়া কণ্ঠ         

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ এর অভিযানে পূর্বধলার চাঞ্চল্যকর স্কুল ছাত্র টিটু হত্যা মামলায় আটক -২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ এর অভিযানে পূর্বধলার চাঞ্চল্যকর স্কুল ছাত্র টিটু হত্যা মামলায় আটক -২

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ এর পৃথক পৃথক অভিযানে নেত্রকোণার পূর্বধলা থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্র টিটু হত্যা মামলার এজাহারনামীয় আসামী এরশাদুল ও মোনায়েমকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ অধিনায়ক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, চলতি বছরে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বুধী পশ্চিমপাড়া এলাকার পলাতক রোমানের নেতৃত্বে আসামী মোঃ এরশাদুল ইসলাম এবং মোনায়েম সহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা জোরপূর্বক একই এলাকার মোঃ হাকিম এর জমিতে বিনা অনুমতিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করে। পরে মাটি কাটার সংবাদ পেয়ে জমির মালিক মোঃ হাকিম ও তার স্কুল পড়ুয়া ভাতিজা ভিকটিম রেজাউল ইসলাম ওরফে টিটু(১৬) ঘটনাস্থলে পৌঁছে তাদের জমিতে মাটি কাটার কাজে বাধা দেয়। পরে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর অতর্কিত আক্রমন করে নৃশংসভাবে স্কুল ছাত্র টিটুকে হত্যা করে।

তিনি আরও জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের মা আয়েশা বেগম(৪২) বাদী হয়ে পূর্বধলা থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩। উক্ত ঘটনায় মামলা রুজুর পর পরই র‌্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

পরে, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ১৪ ডিসেম্বর সকাল ৬টায় পূর্বধলা বাজার এলাকা থেকে মোঃ এরশাদুল ইসলাম (৩০), ও ১৫ ডিসেম্বর রাত ২টায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ফুলপুর বাজার এলাকা থেকে অপর আসামী মোনায়েম তালুকদার(৪০), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD