শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষ্যে পুস্পমাল্য অর্পণ
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে পুষ্প মালা অর্পণ আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লোকোশেড বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী । এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে লোকোশেড বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার। মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী জনাব আবু কায়সার খান, জনাব এ. কে. এম. শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী, ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী, জেলা পুলিশ রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।