রাজবাড়ী হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী সদর উপজেলা মাটিপাড়া তরুণ ক্লাবের উদ্যোগে হোন্ডা কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বর ২৮ তারিখে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন করা হয়।এ টুর্নামেন্টে মোট ষোল দল নিয়ে শুরু করা হয়।
ফাইনালসহ পর্যন্ত মোট ১১টি খেলা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটি খেলা নক আউট পদ্ধতিতে মিমাংসা করা হয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ বনাম গোয়ালন্দ ফুটবল একাডেমি রাজবাড়ী প্রতিদ্বন্দিতামুলক ফুটবল খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পয়ন দলকে একটি রানার হোন্ডা পুরস্কৃত করা হয়।
সমাজ সেবক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী -১ ও সংসদ সদস্য প্রার্থী রাজবাড়ী -১ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়া, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক কাজী আরাফাত হাসান জিসান, তরুন ক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন তরুণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।