মোঃ সুজন খন্দকার,স্টাফ রিপোর্ট ঃ রাজবাড়ীর সদর থানা এলাকা থেকে, কালুখালী থানার চাঞ্চল্যকর ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী অপহরণ করে ধর্ষণ মামলার একমাত্র আসামী ওহিদ মন্ডল (২০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) বিকালে এক প্রেস নোটের মাধ্যমে, ফরিদপুর র্যাব-১০,এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১৩ই ডিসেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর সদর এলাকার ভবানীপুর গ্রাম থেকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ওহিদ মন্ডল’কে গ্রেপ্তার করা হয়। সে কালুখালি থানার বাস্তেখোলা গ্রামের টিটু মন্ডল এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ওহিদ ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
এর আগে ২৫শে অক্টোবর সকালে ভিকটিম প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উক্ত স্কুলের পেছনে একটি রাস্তার পাশে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামী ওহিদ ভিকটিমের পথরোধ করে এবং ভিকটিমের মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে মোটরসাইকেল যোগে অপহরণ করে আসামী ওহিদ তার খালার বাসায় নিয়ে যায়। সেখানে ০৯ দিন আটকে রেখে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এসময় ভিকটিমের পরিবার আসামীর বাড়িতে গিয়ে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এরই মধ্যে আসামি ওহিদ তার খালার বাসা থেকে তার মামার বাড়িতে ভিকটিমকে নিয়ে যায় এবং সেখানে আরো ০৬ দিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। অতঃপর গত ০৯ই নভেম্বর আসামী ওহিদ ভিকটিমকে তার বাড়িতে ফেলে রেখে চলে আসে।
এ সংক্রান্তে বিজ্ঞ কোর্টের আদেশে রাজবাড়ী জেলার কালুখালী থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু করেন। মামলা রুজুর পর হতেই আসামী ওহিদ আত্মগোপনে চলে যায়। পরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।