নরসিংদীতে টেইলার্সের পাশাপাশি পাখি প্রেমিক মির্জান
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলা পশ্চিম ভেলানগর কালিবাড়ি রোড টেইলার্সের দোকান মির্জান মিয়ার। শখের বসে টেইলার্সের পাশাপাশি পাখি প্রেমিক হয়ে উঠে মির্জান মিয়া। শত ব্যস্তর মাঝে ও বিভিন্ন প্রজাতির পাখি পালন করেন সে।এই বিষয় মির্জানের সাথে কথা বলে তিনি বলেন পাখি পালন ও এদের খাবার সংগ্রহ এবং পরিচর্যা করা তার বড় একটি নেশা। টেইলার্সের পাশাপাশি পাখি পালনটা আমার ছোটবেলা থেকে বিষম নেশা ছিলো।আরো বলেন লালন পালন পর এদের ডিম ও বাচ্চা যখন দেয় তখন আমি অনেক আনন্দ পাই। মাঝে মাঝে কিছু পাখি বিক্রি করে অর্থ ও আয় হয়। আমার ব্যবসা একটু স্বচ্ছল হলে আরো পাখি বিভিন্ন প্রজাতি বৃদ্ধি করা প্রত্যাশা রয়েছে।