রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহল থেকে একটি মরদেহ উদ্ধার
_________রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (১২ ডিসেম্বর ) বেলা ১১.৩০ মিনিটের সময় নগরীতে ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার পিছনের ম্যানহল থেকে নয়নাল উদ্দিন নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়নাল উদ্দিন কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে মরদেহটি এখানে ফেলে দেয়া হয়েছে। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে বলে জানা যায় ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে মরদেহটি পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিক্যালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।