রূপগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
১০ ডিসেম্বর ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কাঞ্চন পৌর মানবাধিকারের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। গত ১০ ডিসেম্বর উপজেলার কাঞ্চন বাজারে এ অনুষ্ঠান হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আতাউর রহমান। আয়োজিত সভায় বক্তব্য রাখেন
কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ কামাল দেওয়ান, মানবাধিকার কর্মী ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান শাহীন, কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সহ-সভাপতি মোঃ আরজু মিয়া, মানবাধিকার কর্মী ছাদিকুর রহমান, মনির হোসেন মাস্টার পলাশ মন্ডল, জাকির হোসেন খান মাস্টার, শাখাওয়াত হোসেন মিলন মাস্টার, মোঃ সলিম উল্লাহ, মোঃ ফরহাদ মিয়াসহ সংগঠনের সদস্যরা।
পরে তারা রেলী নিয়ে কাঞ্চন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।