নেত্রকোণা ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরের সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র আব্দুর রহিম (১৪) মারা গেছে। রবিবার দিবাগত রাত ময়মনসিংহ প্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গোপালপুর এলাকায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয় রহিম। নিহত আব্দুর রহিম দূর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের ছোট ছেলে। সে দুর্গাপুর দীনি আলিম মাদরাসার নবম শ্রেণীর ছাত্র ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মোখলেসুর রহমান। তিনি জানান গত বুধবার দুপুরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ূআহত হয়েছিল আব্দুর রহিম। এরপর তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দিবাগত রাতে মারা যায় রহিম।আজ সোমবার সকাল ১১ টায় আব্দুর রহিমের শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি আলিম মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।