
অসহায় মানুষের পাশে পলাশ আনোয়ার মতি ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম
২৩ নভেম্বর ২০২৩ইং, বৃহস্পতিবার
খিলগাঁও ১ নং ওয়ার্ড এর জনপ্রিয় সাবেক সফল কাউন্সিল ও বিশিষ্ট সমাজ সেবক পলাশ আনোয়ার মতি যার নাম অনুসারে এই সংগঠনিক করা হয়েছে
সংগঠনটির সভাপতি কাজী আদনান মোস্তফা ও
সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান
মোঃ কামরুল হাসান বলেন তার পুত্র কাজী আদনান মোস্তফা তিনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী সে বিদেশে থেকেও তার বাবার মত ধারাবাহিক ভাবে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান ও প্রবাসী হয়েও নিজের মধ্যে বাংলাদেশকে ধারণ করে
সংগঠনটির সভাপতি কাজী আদনান মোস্তফা বলেন
পলাশ আনোয়ার মতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভ জনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে একশোর বেশি পরিবারকে করোনাকালীন সময় ত্রাণ ও অর্থ সহায়তা, হতদরিদ্র শিক্ষার্থী মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে হাই স্কুলে ভর্তি, শীতকালে শীত বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, এছাড়া যে সকল শিশু অপুষ্টিকর ভুগছে সে সকল শিশুদেরকে আমরা পুষ্টিকর খাবার বিতরণ করে এবং অনেক নারীকেই সেলাই মেশিন বিতরণ করেছি আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা আছে, এই সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার
পরিকল্পনা আছে, সবাই দোয়া করবেন যেনো আমরা আত্মমানবতার সেবায় সকলের পাশে থাকতে পারি।