বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনেই বহাল রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুস্ঠিত
খায়রুল বাশার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
৬ ই ডিসেম্বর ২০২৩ বিকাল ৪ টায় ময়মনসিংহ রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনেই বহাল রাখার দাবীতে জেলা নাগরিক আন্দোলন ময়মনসিংহের উদ্দোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুস্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলন ময়মনসিংহের সাঃ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আমিন কালাম , এ্যাড এমদাদুল হক মিল্লাত মুক্তিযোদ্ধা বিমল পাল , এ্যাড নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ লীগ সভাপতি এহতেশামুল হক আলম , এ্যাড আজিজুল ইসলান , রোকেয়া আফসারী শিখা, নারী উদ্দোক্তা সালমা বেগম , কাজল কোরায়শি, শিব্বির আহমেদ লিটন৷, সাখাওয়াত হোসেন৷, তৌহিদুজ্জামান ছোটন, আলী ইউসুফ , সোমা ঘোষ মনিকা, পবিএ রন্জন রায় , মনিরা বেগম মনি , সুমি আলী , আবুল মনসুর , মারুফ হোসেন প্রমুখ।
উপস্থিত বিক্ষুব্ধ জনতা বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনেই বহাল রাখার
দাবী জানায়।
অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারকে ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবী জানানো হয়।