নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে মেয়রের গাড়িসহ ১৫ টি গাড়ি পুড়ে ছাই পাহারাদার অগ্নিদগ্ধ ।
____________রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) ভোর রাতে নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে মেয়রের গাড়ী সহ ভাড়ায় চালিত ১২ টি চলো নামের ইজিবাইক ও আরও ৩ টি রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় মাহতাব উদ্দিন (৪৮) নামে একজন গ্যারেজ পাহাড়াদার অগ্নিদগ্ধ হয়েছে।
জানা যায় , বৈদ্যুতিক শর্ট সার্কিটে সিংড়া পৌরসভার গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে সুত্রে জানা গেছে।
প্রদক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে তিন টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। পরে পুরো গ্যারেজে তা ছড়িয়ে পড়ে। এসময় গ্যারেজে থাকা পৌর মেয়রের গাড়ী সহ ইজিবাইক ও রিক্সা পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ ভুক্তভোগী গ্যারেজ পাহারাদার মাহতাব উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।