1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. : temp-login-dUskg4pL3VIPu1S :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ।। দৈনিক নয়া কণ্ঠ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু।। দৈনিক নয়া কণ্ঠ কেন চলে গেলে? মহসিন আলম মুহিন মাঘ মাসে গরম – আব্দুস সাত্তার সুমন  সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।। দৈনিক নয়া কণ্ঠ ধামইরহাটে বাদ পড়া এবং নতুনদের  ভোটার তালিকা কার্যক্রম শুরু।। দৈনিক নয়া কণ্ঠ  বিএনপির অফিস পোড়ানোর মামলা,পোরশায় আ. লীগের ৫ নেতা কারাগারে।। দৈনিক নয়া কণ্ঠ রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা।। দৈনিক নয়া কণ্ঠ উন্মাদ – বিনয় দেবনাথ নওগাঁর মান্দায় নির্বাহী কর্মকর্তার উদ্যোগে খাস ও ভিপি সম্পত্তি উদ্ধারে গণশুনানী।। দৈনিক নয়া কণ্ঠ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাই পর্বে রাজবাড়ী ১ ও ২ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাই পর্বে রাজবাড়ী ১ ও ২ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা ।

বাবলু শেখ রাজবাড়ী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪, ডিসেম্বর ২০২৩, রোজ সোমবার সকাল ১০, ঘটিকায় রাজবাড়ী ১,ও ২, আসনের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা জনাব মোঃ আবু কায়সার খান, ঘোষণা করেন রাজবাড়ী ১,ও ২ , আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৬, জন প্রার্থী এর মধ্যে রাজবাড়ী, ১, আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৯, জন । রাজবাড়ী ২, আসনে মনোনয়নপত্র জমাদানকারী মোট ৭, জন । রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী ১, আসনে ৯ জনের নাম ঘোষণা করেন এর মধ্যে ৪, জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন বাতিলকৃত মনোনয়নপত্রের প্রার্থী, নাম ১ /স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস, তথ্য ভুলের কারণ দেখিয়ে বাতিল ঘোষণা করা হয় । ২/স্বতন্ত্র প্রার্থী, স্বপন কুমার সরকার এর তথ্য ভুলের কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় । ৩/স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ মান্নান মুসল্লীর মনোনয়ন পত্র তথ্য ভুলের কারন দেখিয়ে বাতিল ঘোষণা করা হয়। ৪/স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবীর এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় । রাজবাড়ী ১, আসনের বৈধ মনোনয়নপত্র কারীরা হলেন, ১/বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীকে বৈধ ঘোষণা করেন । ২/জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ আবু বক্কার সিদ্দিক কে, বৈধ ঘোষণা করেন । ৩/জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার হাবিবুর রহমান কে, বৈধ ঘোষণা করেন। ৪/তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ডি, এম, মজিবর রহমান কে, বৈধ ঘোষণা করেন । ৫/তৃণমূল বি,এনপি, মনোনীত প্রার্থী সুলতান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ।
রাজবাড়ী ২, আসনের মনোনয়নপত্র বৈধ কারীরা হলেন । ১/বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন । ২/জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস এর, মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন । ৩/জাতীয় সমাজ তান্ত্রিক জাসদ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন । ৪/জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিউল আজম খান, এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ।
রাজবাড়ী ২ আসনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় যাদের, ১/মুক্তি জোট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল , এর ঋণ খেলাপি দেখিয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন । ২/স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর, ভুল তথ্য দেখিয়ে মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন । ৩/তৃণমূল বি,এনপি, মনোনীত প্রার্থ এস, এম, ফজলুল হক কে, ঋণ খেলাপি দেখিয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন । রাজবাড়ী এক ও দুই আসনের মোট ১৬, জন প্রার্থীর মধ্যে ৭,জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এরমধ্যে রাজবাড়ী ১, আসনে বাতিল ঘোষণা করেন ৪,জনের মনোয়নপত্র । রাজবাড়ী দুই আসনে বাতিল ঘোষণা করেন ৩,জনের মনোনয়নপত্র এই ৭, জন, নির্বাচন কমিশনার অনুমতি কর্তিক রিট করতে পারবেন বলে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা আবু কায়সার খান ঘোষণা করেন , রিটকারীরা বৈধ ঘোষণা পেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে এটারিং কর্মকর্তা জানান । সাংবাদিকরা প্রার্থীদের নিকট জানতে চাইলে প্রার্থীরা জানান আমরা এই বাতিল ঘোষণার পরিপেক্ষিতে আপিল করব, প্রার্থীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে প্রার্থীরা জানান আমরা রিট করার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিয়েছি ফিরে এসে আপনাদের সাথে কথা বলে সকল বিষয়ে জানানো হবে । বাছাই পর্ব ঘোষনার শেষ হবার কিছু পরেই সাধারণ কিছু ভোটারদের মধ্যে গুঞ্জন লক্ষ্য করা গিয়েছে, আম গেল, ছালাও গেল, আম ছালা, দুটোই গেল, বলে শহরে গুঞ্জন শোনা গিয়েছে , এই নিউজ লেখার শেষ পর্যন্ত কোন প্রার্থীর নিকট হইতে কোনরকম কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নাই ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD