২০২৩-২৪ অর্থবছরে গোমস্তাপুরে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু ।
__________রাজশাহী ব্যুরো
চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন । এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারেক উজ জামান চৌধুরী ,সংশ্লিষ্ট মিলার, স্থানীয় কৃষক / শ্রমিক এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন , ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ধান ও চাল সংগ্রহ অধিকতর হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে ।