1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী

মাহবুব খান,নরসিংদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী ফেরদৌসী ইসলাম। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম দু’জনই স্বতন্ত্র প্রার্থী। একই আসনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রবিবার  (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে গত ২৯ নভেম্বর এবং ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোঃ সজীব এর কাছে পৃথক মনোনয়নপত্র দাখিল করেন স্বামী-স্ত্রী।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী ইসলাম বলেন, আমি শিবপুরের পরিস্থিতির কারণে প্রার্থী হয়েছি। তবে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার প্রার্থীতা বৈধ হলে আমরা ওনার নির্বাচন করবো।

এ বিষয়ে বক্তব্য নিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

জেলা নির্বাচন অফিসার বদিউল আলম বলেন, সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ। ফলে শিবপুর আসন থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD