দেশের সকল ইউএনও ও থানার ওসিদের বদলির নির্দেশ ইসির।
_________রাজশাহী ব্যুরো।
দেশের সব উপজেলার ইউএনও ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) দের বদলি করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ( ইসি ) । জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে এই নির্দেশনা দিয়েছে ইসি ।
৩০ নভেম্বর বৃহস্পতিবার ইসির উপসচিব মোঃ মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিষয়ক সিনিয়র সচিবের নিকট ।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুস্থভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন । এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী অফিসারের বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগনের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় / অন্যত্র বদলির প্রস্তাব আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরনের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ।