মানুষের জীবনের নিরাপত্তা কোথায় ? _____________________________________ মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো প্রধান
১ লা ডিসেম্বর শুক্রবার রাত্রি অনুমান ২.৩০ ঘটিকার সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র (১) শেখ মোঃ সাজ্জাদ হোসেন সাঈদ (২৩) পিতা – মোঃ জালাল উদ্দিন সকিম – তালতলা ( খটখটিয়া ) থানা – রংপুর সদর , জেলা – রংপুর (২) আব্দুল্লাহ বিন আসিফ (২৩) পিতা – মোঃ আশরাফুল ইসলাম , থানা – শেরপুর সদর , জেলা – শেরপুর (৩) মোঃ ইসমাম আলম (২৩) পিতা – মোঃ হাসান , সাকিম – ঝাউতলা খৃষ্টানপারা , থানা – কুমিল্লা সদর, জেলা – কুমিল্লা । তিন বন্ধু স্থানীয় এক বন্ধুর বাসায় লেখাপড়া বিষয়ক কাজকর্ম শেষ করে বোয়ালিয়া মডেল থানাধীন ফায়ার সার্ভিস চার রাস্তার মোড়ে রাস্তার দক্ষিণ পার্শে মোটর সাইকেল নিয়ে দাড়ানো অবস্থায় কথা বলছিলো। সে সময় সাহেব বাজারের দিক থেকে দ্রুত গতিতে আসা হলুদ ,নীল রঙের ছয় চাকার পিকআপ মোটরগাড়ি জার চেসিস নম্বর – MAT357017N8R15448 ইঞ্জিন নম্বর – 497SPTC36GXX620397 রেজিস্ট্রেশন নম্বর – ঢাকা মেট্রো ন – ১২-১৩২০ , মোটরসাইকেল টিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শেখ মোঃ সাজ্জাদ হোসেন সাঈদের মাথা, চোখে, ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয় । ওপর দুই বন্ধুরো মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয় । স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন এম্বুলেন্স এ করে গুরুতর রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় । বর্তমানে শেখ মোঃ সাজ্জাদ হোসেন সাঈদ আইসিইউ তে এবং ইসমাম আলম ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আসেন । ওপর সহপাঠী আব্দুল্লাহ বিন আসিফ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন । দুর্ঘটনার সাথে সাথে বোয়ালিয়া মডেল থানা দ্রুত গতিতে ও তাৎক্ষণিকভাবে আসামি (১) সৈয়দ বদরুল ইসলাম (২৬) ড্রাইভার , পিতা – সৈয়দ আবু হানিফ , সাকিম – পাংশা, থানা – এয়ারপোর্ট, জেলা – বরিশাল (২) মোঃ আরব আলী (২৯) হেলপার , পিতা – মোঃ কাশেম আলী সাকিম – বাদেরাইঘর , থানা – নবীগঞ্জ, জেলা – হবিগঞ্জ (৩) মোঃ হাশমতুল্লাহ (৪০) গাড়ির স্টাফ ,পিতা – মোঃ আবুল খায়ের সাকিম – উত্তর যোগদানন্দ থানা – কবিরহাট, জেলা – নোয়াখালীকে আটক করে ।
এ বিষয়ে শেখ মোঃ সাজ্জাদ হোসেন সাঈদের পিতা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ মোঃ সাজ্জাদ হোসেন সাঈদ আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন । রুয়েটের সকল শিক্ষার্থী সকাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজে সহপাঠীর চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন । সকালে রুয়েটের ভিসি ড, মোঃ জাহাঙ্গীর আলম, ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জিিয়ারিং বিভাগের প্রধান, রুয়েট ছাত্র কল্যাণ পরিষদের সৌমিক সাহা সহ রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ দেখতে আসেন । জানা যায়, এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা আসামিদের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ব্যাবস্থা গ্রহন করছেন ।