বাংলাদেশ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) বৃত্তি পরীক্ষা ২০২৩
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম
১ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর আয়োজনে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ বিশ্ববিদ্যালয়ে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৮১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।
এসময় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
আরো উপস্থিত ছিলেন, মোঃ এমদাদুল হক, সভাপতি বিসকা ও মোঃ মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি, বিসকা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাজিবুল ইসলাম বলেন, আজকের শিশুরাই আগামী দিনের প্রজন্ম। প্রতিটি শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যৎ মঙ্গল কামনা করেছেন এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেছেন।
পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি প্রতিটি পরীক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকরা মনে করেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিশুর মনে পড়াশুনায় উৎসাহ বাড়ে।
সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় উক্ত বৃত্তি পরীক্ষা শান্তি শৃঙ্খলা ভাবে অনুষ্ঠিত হয়েছে।