বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম
আজ ৩০ তারিখ রোজ বৃহস্পতিবার ভোর ৪ টার সময় ট্রাক দূর্ঘটনায় (মোঃ মেরাজ)নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।১ ই ডিসেম্বর ভোর ৪ টার সময় রংপুর থেকে ছেড়ে আসা মাল ভর্তি ট্রাক ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। বগুড়া মহাসড়কের মাস্তান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত। মোঃ মিরাজ মিয়া রংপুর জেলা গঙ্গাচড়া থানার জয়দেব কই পাড়া। গ্রামের মোঃ আব্দুল মালেক মিয়া ছেলে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে রংপুর হতে মাল বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল, সিরাজগঞ্জ থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করে আরেকটি বড় লরি পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের পাশে থাকা মোঃ মিরাজ মিয়া ভিতরে চাপা পড়ে নিহত হয়।দূর্ঘটনার পরপরই লরি পালিয়ে যায়।খবর পেয়ে বগুড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলপারের মরদেহ উদ্বার করে।