বগুড়ায় মেন্দি নামে এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন
বিশেষ প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজরাদিঘী প্রামানিক পাড়া মোজাম সর্দারের পুত্র মেহেদী হাসান মেন্দি (২২) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরধরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরে দেয় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান নারী ঘটিত জেরে ঘটনার সুত্রপাত। মেন্দি শরীরের পেট, অন্ডকোষ ও দুই হাতসহ বেশ কিছু অংশ পুড়ে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ।