সাভারে বাসচাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় পলাতক চালক গ্রেফতার
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম
সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহনের বাসচাপায় নারী পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় পলাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার চালকের নাম কামরুল ইসলাম (৫০)। তিনি নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকার দায়েম উদ্দিনের ছেলে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
তিনি জানান, গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে সাভারের উদ্দেশ্যে রওনা হন পুলিশ সদস্য আফসানা আক্তার। পথে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পৌছলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামীও আহত হন।
নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি উত্তরা ১১ ব্যাটলিয়ানের এপিবিএন’র কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সাভার হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটির চালক কামরুলকে নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।