তিলকপুরে ধর্ষনের পর খুন
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তুলশী গঙ্গা নদীর বাধের ধারে রাজ্জাক মানিকদারের ১৮ বছর বয়সী মেয়ের লাশ পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে ।
স্থানীয়ভাবে জানা যায়, মেয়েটির নাম : তাসলিমা আক্তার রিংকি, পিতার নাম – রাজ্জাক মানিকদাবাসা পুন্ডরিয়া , দেওড়াপাড়া মানিকদার পাড়া, ইউনিয়ান রাইখালী , থানা – আক্কেলপুর , জেলা – জয়পুরহাট ।
ঘটনাস্থলে লাশের সুরতহাল দেখে পুলিশের ধারনা মেয়েটিকে শারীরিক অত্যাচার করে ধর্ষণ করা হয়েছে , পরে তাকে খুন করা হয়েছে ।লাশটি পুলিশ হেফাজতে রয়েছে । ময়না তদন্তের পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানা যায় ।