আওয়ামীলীগ মনোনীত পবা – মোহনপুর সংসদীয় আসন -৩ এর নৌকার মাঝি আসাদের ঢাকা হতে রাজশাহীতে আগমন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের ঢল
__________রাজশাহী ব্যুরো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ২৮ শে নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজশাহী বিমান বন্দরে পবা-মোহনপুর -৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের আগমন উপলক্ষে হাজার হাজার দলীয় নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত পবা – মোহনপুর সংসদীয় আসন -৩ এর নৌকার মাঝি হিসেবে দলীয়ভাবে আসাদুজ্জামান আসাদ মনোনয়ন পেয়ে ঢাকা হতে রাজশাহীতে আসলে পবা মোহনপুর থেকে হাজার হাজার দলীয় নেতা কর্মী হোন্ডা,মাইক্রো নিয়ে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন দেওয়ার জন্য রাজশাহী বিমান বন্দরে মিলিত হয়।
পরে মনোনীত প্রার্থীকে নিয়ে পবা ও মোহনপুর এলাকা প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন ।