বিশেষ প্রতিনিধি ঃ গনভবনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা মোতাবেক – মনোনয়ন বন্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই আওয়ামী লীগের । যা গনমাধ্যমে প্রচারিত হওয়ার পর নেতা কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্বি পায় । নেত্রকোনা ৪ আসনে দীর্ঘ দিনের পরীক্ষিত মুজিব আদর্শের সৈনিক আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরীর সমর্থিত হিতৈষীরা যোগাযোগ শুরু করেন ও হতাশা ব্যক্ত করেন । উল্লেখ্য মদন উপজেলায় মমতাজ চৌধুরীর নিজস্ব পারিবারিক শক্তি ও আত্মীয় স্বজন সমৃদ্ধ ভাটী জনপদে বড় ভোট ব্যাংক রয়েছে এবং অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য উনাকে চাপ সৃষ্টি করেছেন । এ সময় মমতাজ চৌধুরী শান্ত থাকার পরামর্শ দেন ও ব্যাপারটি আরও খতিয়ে দেখার কথা বলেন ।তিনি বলেন মাননীয় নেত্রীর সিদ্বান্ত মেনেই রাজনীতি , শুধু এম পি হওয়া রাজনীতির লক্ষ্য হওয়া অনুচিত । এসময় গনভবনের আপ্যায়ন কর্মসুচীতে মমতাজ চৌধুরী অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে উপস্তিত ছিলেন ।