রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিষ্ফোরন।
___________ রাজশাহী ব্যুরো
আজ শনিবার (২৫ নভেম্বর ) সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এতে কেউ হতাহত না হলেও চেম্বার ভবন মসজিদের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের জানালার কাচ ভাঙা পেয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত খুঁজে পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।