1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওসমানীনগরে ৩০ লক্ষাধিক টাকার চিনির গাড়ি ছিনতাই, আটক-১। দৈনিক নয়া কণ্ঠ সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। দৈনিক নয়া কণ্ঠ গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ‍্যাম্পিয়ন টুটুল স্মৃতি সংঘ বালিয়াডাঙ্গা। দৈনিক নয়া কণ্ঠ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন। দৈনিক নয়া কণ্ঠ রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ      রূপগঞ্জে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫ হাজার পরিবার। দৈনিক নয়া কণ্ঠ গরু চরাতে গিয়ে বজ্রপাতে নিহত এক। দৈনিক নয়া কণ্ঠ বিশ্ব শিক্ষক দিবসে -মহসিন আলম মুহিন শিক্ষক মহা গুরু – মোঃ জাবেদুল ইসলাম

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ১০০০ পিস এমফিতামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ১০০০ পিস এমফিতামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ২৬ ই নভেম্বর রবিবার রাত ১.৪৫ ঘটিকায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুটিপাড়া নামক স্থানে আতাইকুলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে কাশিনাথপুর হতে পাবনাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপরে পাবনাগামী একটি অ্যাম্বুলেন্স জার রেজিঃ নম্বর – ঢাকা মেট্রো – চ ৫১-১৮৯০ গতিরোধ করে থামিয়ে ঘেরাও করে । ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী (১) মোঃ মিলন সরদার (২৪) পিতা :- মোঃ কালাম সরদার , সাকিম – পুটিপাড়া আতাইকুলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন , থানা – আতাইকুলা ,জেলা – পাবনা । (২) মোঃ রাজন প্রামাণিক (২১) পিতা – মৃত আব্দুল মাজেদ প্রামাণিক সাকিম – শালগারিয়া সদর হসপিটাল সংলগ্ন , থানা – পাবনা সদর , জেলা – পাবনা ( এম্বুলেন্স চালক ) দুজনকে স্বাক্ষী হিসেবে সঙ্গে নিয়ে এম্বুলেন্স টি তল্লাশি করে গাড়ির ভিতরে চালকের বাম পার্শে একা সিটে বসা অবস্থায় বিধি মোতাবেক দেহ তল্লাশি করে আসামির পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিস এমফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট যার ওজন ১০০ গ্রাম উদ্ধার করা হয় । উদ্ধারকৃত ট্যাবলেটসহ আসামি মোঃ মিজান খান (৫১ ) পিতা – মোঃ গোলাফ খান , সাকিম – চুলিপারা গোলাফ খান বাড়ি ,পোস্ট – কালিবাজার , থানা – কুমিল্লা সদর দক্ষিণ , জেলা – কুমিল্লার নিকট আইটেল বাটন মোবাইল ফোন সেট একটি যার মডেল নম্বর – it -5615 সহ আটক কর হয় । ঘটনাস্থলে উদ্ধারকৃত এম্ফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট গণনা করে তার মধ্য হতে আলামত হিসেবে ১০ পিস ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য নিজ জিম্মায় রাখেন । অবশিষ্ঠ ট্যাবলেট ও আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেন । আলামত, নমুনা, আসামি সহ রাত ২.৩০ মিনিটের সময় ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর তথ্যমতে , বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য এম্ফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১), সারণীর ক্রমিক ন. ১০( খ ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি মোঃ মিজান খানের নামে আতাইকুলা থানা , পাবনায় মামলা দায়ের করা হয় ।

উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD