রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সফল অভিযানে ৫.২ গ্রাম হেরোইনসহ ০১ জন, ০৪ গ্রাম হেরোইনসহ আরেক ০১ জন ও ০৩ গ্রাম হেরোইনসহ অন্যজন ০১ জন সহ সর্বমোট ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২৫শে নভেম্বর বিকালে গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে জানান,২৪শে নভেম্বর রাত ৮টার দিকে দৌলতদিয়া কাঁচা বাজার এলাকার মাষ্টার বোডিং এর সামনে পাকার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল শেখ (২৬)’কে ৫.২ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মোঃ মহরম শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে।
একইদিন অর্থাৎ ২৪ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া সাকিনস্থ মনোরমা সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ২। মোঃ নোয়াই খাঁ (২৭),কে ৪ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নসুনা গ্রামের মোঃ সাফাই খাঁর ছেলে।
এছাড়াও ২৪শে নভেম্বর রাতে দৌলতদিয়া বাজার এলাকার সোনার বাংলা সুপার মার্কেটের পেছনে ধৃত আসামী মোঃ সেলিম খাঁ এর বসত বাড়ীর উঠান হতে মাদক ব্যবসায়ী ৩। মোঃ সেলিম খাঁ(৪০)’কে ৩ গ্রাম হিরোইন সহ আটক পুলিশ। সে দৌলতদিয়া বাজার এলাকায় বসবাসরত
মৃত জলিল খাঁর ছেলে। পরে আসামীদের বিরুদ্ধে তিনটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।