রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতার দ্বন্দ্ব একজন গুলিবিদ্ধ
_________রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করার রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দশটার দিকে বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলি বৃদ্ধ হয়েছে।
গুড্ডু কাউন্সিলর মনির অনুসারী বলে জানা গেছে। সে নগরীর বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে । সংঘর্ষের ঘটনা পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছে।পুলিশের তথ্যমতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানে আওয়ামী লীগ নেতার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স মোতায়েন আছে । এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায় ।